একুশে মিডিয়া, প্রতিবেদক:
বাঁশখালীতে রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসনি মোহাম্মদ আরিফ (৩৩) নামের এক যুবক। পরের দিন খোঁজাখুঁজি করে কোনাখালী বিলে পড়ে থাকা তার অবস্থায় রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। তথ্যটি নিশ্চিত করে তার চাচাতো ভাই মোঃ সরোয়ার উদ্দিন।
উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া খুদুকখালী গ্রামের ৭নং ওয়ার্ড এলাকায় ১৪ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে।। নিহত মোহাম্মদ আরিফ একই এলাকার হাজী কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'মাছ ধরতে গিয়ে মোঃ আরিফ নামে এক যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরিফের লাশ বাড়ির পাশের কোনাখালী বিল থেকে সকালে উদ্বার করেন স্থানীয় এলাকাবাসী। রাতে মাছ ধরতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
No comments:
Post a Comment