বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার, শেখেরখীল জুড়ে শোকের ছায়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 14 September 2024

বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার, শেখেরখীল জুড়ে শোকের ছায়া

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ঙ্গোপসাগরে বাঁশখালীর শেখেরখীল টেক পাড়া ফাঁড়ির মুখ থেকে আবদুল খালেকের মালিকানাধীন আল্লাহ মালিক ফিশিং বোটটিসহ ১৭ জন মাঝিমাল্লা নিয়ে গতকাল মাছ ধরতে যায়। কক্সবাজারের ইনানী এলাকায় পৌঁছালে প্রচন্ড ঝড়ের কবলে ফিশিং বোটটি ডুবে যায়। এতে বোটের মাঝিসহ তিনজন নিখোঁজ হলেও অন্য জেলেরা  কোনো রকম কূলে এসে ভীড়ে। এ ঘটনায় নিখোঁজ হওয়া মাঝি সহ তিন জনের লাশ গত শুক্রবার রাতে পাথুয়ার টেক কক্সবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া ৩নং ওয়ার্ড এলাকার ছৈয়দ নুরের পুত্র মোঃ নুরুল আমিন (৩৫),

একই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুন নুর মাঝি (৩৮),অন্যজন পেকুয়া উপজেলার রাজাখালীর মোঃ হোছাইন (৩২) শনিবার   নিজ নিজ এলাকায় জানাযা সম্পন্ন হয়।

স্থানীয় গ্রাম ডাক্তার আশেক এলাহি জানান, গতকাল  বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর শেখেরখীলের শেয়ার আলী কোম্পানী, মোজাম্মেল মাঝি, আমির হোছেন কোম্পানী, আব্দুলল খালের ৪টি ফিশিং বোট। এতে মাঝি-মাল্লা (জেলে) নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই। আল্লাহর দান ফিশিং বোটের নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে দুইজনের বাড়ী বাঁশখালীর শেখেরখীলের একই এলাকার বলে জানান তিনি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages