একুশে মিডিয়া, আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে এবং তার মুক্তির দাবিতে ইসলামাবাদ ঘেরাওয়ে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন। মোবাইল ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা এবং আদালতের রায়কে উপেক্ষা করে তারা বিক্ষোভ সফল করতে রাস্তায় নেমেছেন। রোববার (২৪ নভেম্বর) পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৩ নভেম্বর দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভের ডাক দেন ইমরান খান। আজ ২৪ নভেম্বর দলের প্রত্যেক নেতাকর্মীকে তিনি বিক্ষোভে সামিল হওয়ার কথা বলেন।
ইমরান খান বলেন, জনগণের রায়কে চুরি করা হয়েছে, অবৈধভাবে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। যাকে তিনি স্বৈরাচারী রাজত্ব কায়েমের সঙ্গে তুলনা করেছেন।
২০২৩ সালের আগস্টে একাধিক মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এরপর তার দলের নেতাকর্মীরা তাকে মুক্তির জন্য এবং ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেন। কিন্তু এতে খুব একটা সাড়া ফেরতে পারেনি দলটি।
ইসলামাবাদ থেকে ডনের সংবাদকর্মীরা জানিয়েছেন, শহর জুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ডাউন করে দেয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক এবং মোটরসাইকেল চলাচলের পথগুলো কন্টেইনার ফেলে বন্ধ করে দেয়া হয়েছে।
তারা আরও জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া থেকে আজ সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে বিক্ষোভ নিয়ে রওনা দিয়েছেন পিটিআইয়ের নেতাকর্মীরা।
এদিকে সরকার বিক্ষোভ দমাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইসলামাবাদে কোনো বিক্ষোভ করতে দেয়া হবে।
No comments:
Post a Comment