একুশে মিডিয়া, ডেস্ক:
কর্ণফুলী উপজেলা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোহেল ও রিফাত নামের দুই যুবক।শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া উলুমে দ্বীনিয়া মাদ্রাসার সামনে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সোহেল ও রিফাতের বাড়ি চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে। সোহেল চরলক্ষ্যার ৩ নম্বর ওয়ার্ড ভানুর বাপের বাড়ির মো. হেলাল এর ছেলে, রিফাত ১ নম্বর ওয়ার্ড হায়দার বাড়ির মাঙ্গা মিয়ার ছেলে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল ও লরি জব্দ করা হয়েছে।
No comments:
Post a Comment