মাহে রমজানকে সামনে রেখে বাঁশখালীতে জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 February 2025

মাহে রমজানকে সামনে রেখে বাঁশখালীতে জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা

মুহাম্মদ দিদার হোসাইন:

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী পৌরসভা উপজেলা সদর থেকে শুরু হয়ে মিছিলটি বাঁশখালী থানা গেইট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন দক্ষিণ জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের, জিএম সাইফুল ইসলামসহ উপজেলা, পৌরসভা বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। এছাড়াও যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ইসলামী ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন এবং পথসভায় উপস্থিত ছিলেন।

বক্তারা পবিত্র মাহে রমজানে দিনের বেলায় সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি দখলবাজি বন্ধের দাবি জানান। তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জুলাই গণবিপ্লবকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে এবং এক শ্রেণির স্বার্থান্বেষী মহল নতুন করে চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত হয়েছে। এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বাঁশখালীতে চাঁদাবাজি, দখলবাজি সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ছাত্র সমাজ জনগণকে সঙ্গে নিয়ে সকল নৈরাজ্য অপরাধ প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। পাশাপাশি হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণ শ্রেণিপেশার মানুষের নিরাপত্তা অধিকার নিশ্চিত করতে জামায়াতের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান বক্তারা।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages