ক্ষমতায় থাকলে সম্পত্তি বাড়বে না, কমবে: ধর্ম উপদেষ্টা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 February 2025

ক্ষমতায় থাকলে সম্পত্তি বাড়বে না, কমবে: ধর্ম উপদেষ্টা

একুশে মিডিয়া ডেস্ক:

ধর্ম বিষয়ক উপদেষ্টা . খালিদ হোসেন বলেছেন, একজন উপদেষ্টা পদত্যাগ করে নিজের সম্পদের হিসাব জনসমক্ষে উপস্থাপন করেছেন। আমরাও আমাদের সম্পদের হিসাব ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি। আমি আশাবাদী, যতদিন দায়িত্বে থাকবো, আমার সম্পত্তি বাড়বে না; বরং কমবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন মডেল মসজিদের অগ্রগতি পরিদর্শন পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব যুগ্মসচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন--এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস, এসও জসিম উদ্দিন ঠিকাদার ফরিদুজ্জামান মিশু প্রমুখ।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার সারা দেশে ,৫০০ কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে। এতে মুসল্লির সংখ্যা বাড়বে, মানুষ আরও বেশি করে নামাজ আদায় করতে পারবে এবং অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চুরি, ডাকাতি, রাহাজানি ছিনতাইয়ের মতো অপরাধ যুগ যুগ ধরে ছিল এবং এখনো আছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। আমরাও সবাই মিলে সহযোগিতা করে পরিস্থিতিকে সহনীয় পর্যায়ে আনতে চেষ্টা করছি।

এর আগে দুপুর দেড়টায় ধর্ম উপদেষ্টা মডেল মসজিদে ইমামতি করে জোহরের নামাজ আদায় করেন। পরে মসজিদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages