পেকুয়ায় দুবাই প্রবাসী নাছির উদ্দিনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 25 February 2025

পেকুয়ায় দুবাই প্রবাসী নাছির উদ্দিনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

রমজানের পবিত্রতা রক্ষা করুন, বাড়িতে ইবাদত করুন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দুবাই প্রবাসী সমাজসেবক আলহাজ্ব নাছির উদ্দিনের উদ্যোগে পেকুয়ার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহেরনামা নন্দীর পাড়ায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে পেকুয়ার বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে ধাপে ধাপে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে: চিড়া, ছোলা, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থসহ ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেহেরনামায় নিজ বাড়িতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শাখার আহ্বায়ক আলহাজ্ব নাছির উদ্দিন বলেন,

"আমি ব্যক্তিগত উদ্যোগে এলাকার দরিদ্র মানুষের জন্য ইফতার খাদ্য সামগ্রী কিনে বিতরণ করেছি। যাদের ইফতার সামগ্রী কেনার সামর্থ্য নেই, তাদের তালিকা তৈরি করে ৫০০ পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।"

পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এমইউপি আবু ছালেক বলেন,
"
আমাদের এলাকার দুবাই প্রবাসী বিএনপি নেতা আলহাজ্ব নাছির উদ্দিন সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি মোহছেনীয়া ইসলামী একাডেমি নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি গরিবদের সহায়তায় কাজ করছেন। প্রতি বছরের মতো এবারও বাজার পাড়া, পশ্চিম নন্দীর পাড়া, দক্ষিণ পাড়া মেহেরনামার বিভিন্ন গ্রামের ৫০০ পরিবারের মাঝে তিন লক্ষাধিক টাকার ইফতার সামগ্রী নগদ অর্থ বিতরণ করেছেন।"

তিনি আরও বলেন, "এলাকার গরিব-অসহায় মানুষের পাশে এমন সমাজসেবক থাকায় আমরা আনন্দিত। দেশের প্রতিটি এলাকায় আলহাজ্ব নাছির উদ্দিনের মতো ব্যক্তিরা এগিয়ে এলে সমাজের দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে বলে আমি আশা করি।"

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইমাম শরীফ ইমু, পেকুয়া উপজেলার বিশিষ্ট ঠিকাদার সমাজসেবক রেজাউল করিম মুন্না, দুবাই প্রবাসী আলহাজ্ব নাছির উদ্দিনের পুত্র মোঃ তাবীদ, শিরিন সোলতানা, যুবদল নেতা কপিল উদ্দিন,যুবদল নেতা রেজাউল করিম (ফোরকান) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages