চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 February 2025

চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি

একুশে মিডিয়া প্রতিবেদন:

নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবার ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা পদক সাহিত্য পুরস্কার প্রদান করতে যাচ্ছে। এর মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কারে ভূষিত করা হবে।

আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের এম আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

একুশে স্মারক সম্মাননা পদকপ্রাপ্ত ব্যক্তিরা:
. ভাষা আন্দোলনে বিশেষ অবদান: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)
. সমাজসেবা গবেষণায়: প্রফেসর . সুকোমল বড়ুয়া
. চিকিৎসাবিজ্ঞানে: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস
. মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলনে: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী
. সমাজসেবায়: লায়ন কামরুন মালেক
. সঙ্গীতে: নকিব খান
. সাংবাদিকতায়: জাহিদুল করিম কচি
. ক্রীড়ায়: তামিম ইকবাল খান

সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা:
. কথাসাহিত্যে: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)
. প্রবন্ধ গবেষণায়: প্রফেসর . সলিমুল্লাহ খান
. শিশুসাহিত্যে: মিজানুর রহমান শামীম
. শিশু-চিকিৎসাসাহিত্যে: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী
. কবিতায়: জিললুর রহমান
. অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু

আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, চিকিৎসা, গবেষণা ক্রীড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করতে যাচ্ছে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবন কর্ম উপস্থাপন করা হবে এবং তাদের অভিজ্ঞতা অবদানের কথা তুলে ধরা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages