মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এলডিপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার আলহাজ্ব ড. অলি আহমেদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরকল ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান হামিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম (মেম্বার)। বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মোরশেদ, নুর মোহাম্মদ, নয়ন, হারুন, রাসেল, ইরফান, নুর হোসেন, নাইম, বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, এলডিপির নাম ব্যবহার করে একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তারা বরকল ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বক্তারা এসব অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান।
No comments:
Post a Comment