বাঁশখালীতে বেড়িবাঁধে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 29 April 2025

বাঁশখালীতে বেড়িবাঁধে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা সাগরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, যা মৃত্যুর কারণকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages