একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ মে) সকাল ৬টার দিকে বাঁশখালী থানা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আমিন শরীফ মিয়ার বাড়ির মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র সাখাওয়াত হোসেন এবং বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মিয়ার বাজার এলাকার আহম্মদ হোসেনের পুত্র ইলিয়াস।
এসআই জামাল উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
রোববার বিকেলে বাঁশখালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি সাইফুল ইসলাম, ওসি তদন্ত সুদাশু শেখর হালদার, দ্বিতীয় কর্মকর্তা কামরুল হাসান কায়কোবাদসহ অন্যান্য কর্মকর্তারা।
No comments:
Post a Comment