একুশে মিডিয়া, ডেস্ক:
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ করার ক্ষমতা সংযুক্ত করে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
রোববার (১১ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, “সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর উদ্দেশ্য পূরণে সংশোধন প্রয়োজনীয় হয়ে পড়েছে। বর্তমানে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার নির্দিষ্ট বিধান না থাকায় তা সংযোজন জরুরি।”
নতুন সংশোধনীতে সরকারের কাছে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে তালিকাভুক্ত বা নিষিদ্ধ করার সুযোগ তৈরি হবে।
এছাড়াও সংশোধিত অধ্যাদেশে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসী প্রচারণা নিষিদ্ধকরণ এবং সত্তার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
No comments:
Post a Comment