একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার রনজিৎ দত্ত হত্যা মামলায় মূলহোতা রুনা আক্তার ও তার সহযোগী কথিত স্বামীকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুনা আক্তার ওরফে পিংকি (৩৫) এবং তার কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে মিজান (৫০)।
পুলিশ জানায়, গত শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক পথচারী ফোন করে পাহাড়তলী বাজারের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনের ছাদে এক অজ্ঞাত পুরুষের মরদেহ পড়ে থাকার খবর দেয়। পরে ডবলমুরিং থানার এসআই শহিদুল কবির সোহাগ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে নিহত রনজিৎ দত্তের স্ত্রী শিপ্রা মজুমদার বিভিন্ন থানায় যোগাযোগ করে ডবলমুরিং থানায় আসেন এবং মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন। ওইদিনই তিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ক্লুলেস এ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় অভিযান চালায়। হত্যার মাত্র ৮ ঘণ্টার মধ্যে শনিবার রাত ১১টায় রুনা আক্তারকে নগরীর পাহাড়তলী এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (১১ মে) সকালে সহযোগী মিজানকেও দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ৯ মে বিকাল ৫টার দিকে রনজিৎকে বাসায় ডেকে এনে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। এরপর তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পাশের ভবনের ছাদে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
No comments:
Post a Comment