একুশে মিডিয়া, ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম জানাজা রবিবার (১১ মে) সকাল ১১টায় চট্টগ্রাম প্যারেড ময়দানে সম্পন্ন হয়েছে। ইমামতি করেন তার দ্বিতীয় পুত্র মুয়াজ আবরার।
পরবর্তীতে মরহুমের নিজ গ্রাম ভোলার চরফ্যাশনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীসহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তি।
জানাজায় অংশগ্রহণকারী বিশিষ্টজনদের মধ্যে ছিলেন:
প্রফেসর ড. শামীম উদ্দিন খান (চবি),
ড. আবু বকর রফিক (আইআইইউসি),
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী (সাবেক কাউন্সিলর),
শফিউল আলম, ডা. আবু নাছের (সাংসদ পদপ্রার্থী),
আবু সুফিয়ান (চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক),
ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ,
শিল্পপতি, শিক্ষক, সাংবাদিক, ও রাজনৈতিক নেতৃবৃন্দ,
জানাজায় মুহাম্মদ শাহজাহান বলেন, “ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী মেধাবী নেতা। তার শূন্যতা অপূরণীয়।”
শোকবার্তা:
শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তারা বলেন,
“তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। তার আত্মত্যাগ ও অবদান ইসলামী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
ব্যক্তিগত ও পেশাগত প্রেক্ষাপট:
ভোলা জেলার চরফ্যাশনে জন্মগ্রহণকারী ড. আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ও পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
তিনি ছিলেন একজন খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার ও সাহিত্যপ্রেমী। মাসিক "অঙ্গীকার ডাইজেস্ট" এর সম্পাদক এবং "হুইল" বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে “তরুণ তোমার জন্য” ও “স্বপ্নের সাহসী ঠিকানা”।
ইন্তেকাল:
শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
No comments:
Post a Comment