একুশে মিডিয়া, ডেস্ক:
কক্সবাজারের বাঁকখালী নদীতে গোসলে নেমে মাহিদ সাজিদ (১৯) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের তিন ঘণ্টা পর বিকাল আড়াইটার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহিদ সাজিদ খরুলিয়া ঘাটপাড়া এলাকার হারুনুর রশীদের পুত্র ও কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ উদ্দীন জানান, জুমার নামাজের আগে মাহিদ আরও চার বন্ধুকে নিয়ে নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যায় মাহিদ। দুই বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলেও সাঁতার না জানায় তারা ব্যর্থ হয়।
পরে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজের স্থান থেকে প্রায় ২০০ ফুট দূরে নদীর কিনারে মাহিদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
No comments:
Post a Comment