একুশে মিডিয়া ডেস্ক:
চট্টগ্রামে জোড়া খুনের মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, তামান্নাকে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্ত্রী তামান্না সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাকা দিয়ে জামিন ও আদালত কেনার’ দাবি করে আইন ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি অবমাননাকর মন্তব্য করেন। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, “আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এটা করেছে, তাদের ছাড়া হবে না।”
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেলে করে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাদের টার্গেট ছিল বায়েজিদ বোস্তামী এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
হামলার মূল উদ্দেশ্য ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ছোট সাজ্জাদের গ্রেপ্তারের প্রতিশোধ নেওয়া।
এ ঘটনায় নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে ১ এপ্রিল বাকলিয়া থানায় ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্নাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন: মোহাম্মদ হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।
No comments:
Post a Comment