রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে (শনিবার) বিকেলে চরম্বা বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আয়োজনে বিবিবিলা মন্দির সংলগ্ন গ্রামীণ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিবিবিলা গ্রামে মাটি কাটা ও ইটভাটা চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে তা বন্ধের দাবি জানান। তারা বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করছে একাধিক চক্র, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ কাইছার হামিদ, সদস্য সচিব নুর মোহাম্মদ, ইউপি সদস্য ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ, শিক্ষার্থী তাহসিন ও অপরাজিতা বড়ুয়া রিয়া সহ এলাকার সাধারণ জনগণ।
No comments:
Post a Comment