একুশে মিডিয়া, ডেস্ক:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে মাদক ও অপহরণ চক্র নির্মূলে বৃহস্পতিবার (৮ মে) সকালে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে। টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় পরিচালিত এই অভিযানে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বন বিভাগের মোট ৪৬৭ জন সদস্য অংশ নেন।
অভিযানে ২,০৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ২টি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১১টি গুলি, ১টি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, ১টি চাকু ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গত তিন মাসে কক্সবাজারে ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩০টি উখিয়া ও টেকনাফে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, অপহরণকারীরা জালিয়া পালং, শামলাপুর, কুটুমগুহা, রঙ্গীখালী, আলীখালী এবং জালিয়াপাড়ার গভীর জঙ্গলে ভিকটিমদের আটকে রাখে।
তিনি বলেন, “এই অভিযান ছিল অপহরণকারীদের বার্তা দেওয়ার জন্য। আমরা পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছি।” অভিযানে বেশ কয়েকটি অস্থায়ী টংঘর ধ্বংস ও পুড়িয়ে দেওয়া হয়, যেগুলো সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো।
র্যাব কর্মকর্তা জানান, সন্দেহভাজন ৩০ অপহরণকারীর তালিকা তৈরি হয়েছে এবং তাদের গ্রেপ্তারে আবারও অভিযান চালানো হবে। ভবিষ্যতে এসব এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটি গড়ে ওঠা ঠেকাতে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment