আন্তর্জাতিক ডেস্ক | একুশে মিডিয়া:
পাকিস্তান গতকাল গভীর রাত ও আজ ভোরে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভারতের পক্ষ থেকে জানানো হয়, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের অন্তত ১৫টি শহর ছিল লক্ষ্যবস্তু।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড়সহ বিভিন্ন শহরে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়। জবাবে পাকিস্তানের লাহোরসহ বেশ কয়েকটি অঞ্চলে বিমান প্রতিরক্ষা রাডার ও সিস্টেমে হামলা চালানো হয় এবং তা নিষ্ক্রিয় করা হয়।
ভারত দাবি করেছে, পাল্টা প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলি প্রযুক্তির ‘হার্পি’ ড্রোন ও রুশ-নির্মিত এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে, যা ভারত সরকারের বক্তব্যের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি-নির্মিত ড্রোন ভূপাতিত করেছে। দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার সূত্রপাত পহেলগামে এক সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়।
No comments:
Post a Comment