এইচ.এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি | একুশে মিডিয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোছাইন শহীদ সাইফুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি ও মসজিদের জমি জবরদখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টায় পেকুয়া চৌমুহনী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুনঘোনা বায়তুল মামুর জামে মসজিদের জায়গা জবরদখল করে রেখেছেন ইউপি সদস্য সাইফুল্লাহ। প্রতিবাদ করায় মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছেন তিনি।
মসজিদ কমিটির সভাপতি মাহামুদুল করিম বলেন, “সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা দখলে রেখেছে। আমরা প্রতিবাদ করলেই হয়রানিমূলক মামলা দায়ের করেন।”
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, “সরকারি খাস খতিয়ানভুক্ত পতিত জমি ভরাট করে মসজিদের উত্তর পাশে ঈদগাহ, জানাজার মাঠ ও নুরানী মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। অথচ এই জায়গাও নিয়ে ষড়যন্ত্র করছেন ইউপি সদস্য।”
আলী হোছাইন সওদাগর অভিযোগ করে বলেন, “মসজিদ কমিটির সদস্যদের হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে এলাকাছাড়া করা হচ্ছে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন- নুরুল হুদা মাঝি, প্রবাসী আজিজ, মনোয়ারা বেগম, ফাতেমা বেগম প্রমুখ। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দখলদারিত্বের অবসানের দাবি জানান।
No comments:
Post a Comment