চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা, ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে থাকবেন মির্জা ফখরুল - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 8 May 2025

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা, ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে থাকবেন মির্জা ফখরুল

একুশে মিডিয়া, ডেস্ক:

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাশীর্ষক বিশাল সমাবেশ আগামী ১০ মে (শনিবার) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার ( মে) দুপুরে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সহসভাপতি ইকবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

সমাবেশ সম্পর্কে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, “সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, এতে প্রায় চার লাখ নেতাকর্মী অংশগ্রহণ করবেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages