চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালী ছাত্র ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 8 May 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালী ছাত্র ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

একুশে মিডিয়া, ডেস্ক:

বৃহস্পতিবার ৮ই মে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমেবাঁশখালী ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

৪৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ পারভেজ চৌধুরী। এছাড়া ফোরামে যুক্ত আছেন আরও শতাধিক শিক্ষার্থী। সংগঠনটি গঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের একত্রীকরণ, পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাঁশখালীর শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের পরামর্শ দিকনির্দেশনায় এই ফোরাম অনুমোদন পায়।

আহ্বায়ক আজিজুর রহমান বলেন, "আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষার মাধ্যমে বাঁশখালীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা।"
অন্যদিকে সদস্য সচিব পারভেজ চৌধুরী জানান, "এই ফোরাম পরিচালিত হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, আর্থিক স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে।"

তাদের ভাষায়, বাঁশখালীকে একটি সুখী সমৃদ্ধ জনপদে রূপান্তর করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। তারা সকল বাঁশখালীবাসী, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা দোয়া কামনা করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages