লোহাগাড়ায় দরবেশহাট ডিসি সড়ক চলাচলে অনুপযোগী, ঠিকাদার উধাও- জনদুর্ভোগ চরমে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 18 August 2025

লোহাগাড়ায় দরবেশহাট ডিসি সড়ক চলাচলে অনুপযোগী, ঠিকাদার উধাও- জনদুর্ভোগ চরমে

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট ডিসি সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দরবেশহাট থেকে চরম্বা নয়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত, ভাঙন খানাখন্দের কারণে সড়কজুড়ে ভয়াবহ দুরবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও আবার বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। এতে প্রায়ই যানবাহন আটকে যাচ্ছে এবং কাদাপানির কারণে পথচারীদের চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, এম চর হাট বাজার, মাস্টার পাড়া টার্নিং, গৌড়স্থান লাকী পাড়া, নয়াবাজার, গজালিয়া দিঘীর পাড়, মনিবের টেক থেকে হাসনাভিটা সেতু পর্যন্ত প্রায় কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরা রাস্তা একেবারেই যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে পার হতে হচ্ছে। এতে পথচারী, অসুস্থ রোগী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এলজিইডি সূত্রে জানা যায়, লোহাগাড়া সদর থেকে পুটিবিলা হাসনাপাড়া ব্রিজ পর্যন্ত ডিসি সড়কের দৈর্ঘ্য প্রায় ১৯. কিলোমিটার। প্রায় ১০ বছর আগে সড়কটি প্রথম পাকা করা হয় এবং সর্বশেষ সংস্কার হয় বছর আগে। সড়কটি বান্দরবান পার্বত্য জেলার সাথে সংযুক্ত হওয়ায় গুরুত্ব অনেক বেশি।

চলতি বছরের মার্চ .২৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার হয়। এতে কোটি লক্ষ ৮২ হাজার ৯৭০ টাকা বরাদ্দ দেওয়া হয়। রংপুরের ঠিকাদার খাইরুল কবির রানা কাজ পান। কিন্তু কাজ শুরু করার কয়েকদিন পরই তিনি উধাও হয়ে যান।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনির জানান, “ঠিকাদার কাজ শুরু করলেও পরে আর করেননি। কারণে গত ১৬ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই পুনরায় টেন্ডার আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।

স্থানীয়রা জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়কটি নির্মাণের এক বছর পর থেকেই ভাঙতে শুরু করে। প্রতিদিন অতিরিক্ত মালবোঝাই ট্রাক দিয়ে কাঠ, বাঁশ, ইট মাটি পরিবহন করার কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, “সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

এদিকে ঠিকাদার খাইরুল কবির রানার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages