একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ চট্টগ্রাম পৃথক দুটি অভিযানে হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আজগর এবং যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে। গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ এবং ডবলমুড়িং থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার সিআর মামলা নং-৪২৮/২৩, ধারাঃ ৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আজগর চট্টগ্রামের বায়েজীদ এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে র্যাব-৭ এর একটি দল মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ আজগর (৪৫), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-হাজীপাড়া, থানা-রাজস্থলী, জেলা-রাঙ্গামাটি কে গ্রেফতার করতে সক্ষম হয়।
যৌতুক মামলার আসামী গ্রেফতার
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৭ চট্টগ্রাম ডবলমুড়িং থানাধীন মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-ফজলুল হক, সাং-রামচন্দ্রপুর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। তিনি সিআর মামলা নং-৪৫০/১৮, ধারাঃ ২০১৮ সালের যৌতুক নিরোধ আইন এর ৪ মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।
পরবর্তী ব্যবস্থা
র্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
No comments:
Post a Comment