লোহাগাড়ায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 18 August 2025

লোহাগাড়ায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:



চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে মো. আবদুল্লাহ () নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল সুফি মিয়াজি পাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আবদুল্লাহ পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া নজু মেম্বার পাড়ার বাসিন্দা হাফেজ মাওলানা সাইফুদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বাবা মসজিদে চাকরির সুবাদে পরিবারের সঙ্গে হাতিয়ারকুল সুফি মিয়াজি পাড়ায় ভাড়া বাসায় থাকেন। সোমবার সকালে তিন ভাইবোন একসাথে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেলে ছোট্ট আবদুল্লাহ মাকে খুঁজতে বাইরে বের হয়ে যায়। সময় অসতর্কতাবশত বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর রান্নাঘর থেকে এসে মা বিছানায় ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তিনি। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। তিন ভাইবোনের মধ্যে আবদুল্লাহ ছিল সবার ছোট।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages