একুশে মিডিয়া, প্রতিবেদক:
দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুইজনসহ সারাদেশের মোট ৮৫ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ আগস্ট) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রদত্ত রায়ের প্রেক্ষিতে কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের ২০০৭ সালের ৩ সেপ্টেম্বরের অপসারণের তারিখ থেকে পুনর্বহালের তারিখ পর্যন্ত সময়কাল অসাধারণ ছুটি (Extra Ordinary Leave) হিসেবে গণ্য হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তারা সব বকেয়া বেতন, সুবিধাদি ও জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন।
বাঁশখালীর দুই কর্মকর্তা পুনর্বহাল:
পুনর্বহাল হওয়া ৮৫ জন কর্মকর্তার তালিকায় রয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর দুইজন-
৫০ নং ক্রমিকে মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, পিতা: মাহফুজুর রহমান চৌধুরী, গ্রাম: ডোংরা, ইউনিয়ন: খানখানাবাদ।
৫২ নং ক্রমিকে মোহাম্মদ কামাল উদ্দীন, পিতা: আবদুল জব্বার, গ্রাম: আস্করিয়া পাড়া, জলদী এলাকা: বাঁশখালী পৌরসভা, ।
যোগদান নির্দেশনা:
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনর্বহালকৃত উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের আগামী ১৯ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে (secretary@ecs.gov.bd) যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অসম্মতি হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া এই ৮৫ জন কর্মকর্তা রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাদের চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায় অনুসারে তারা আবারও চাকরিতে ফিরতে যাচ্ছেন।
পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment