মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
“জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার এবং সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকঞ্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাবিবউল্লাহ।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন- “স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ, নিরাপদ মাছ উৎপাদন ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। এটি শুধু দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণেই নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বহু মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




No comments:
Post a Comment