একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে রাউজানের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ সোহেল ও মোঃ লিটন এবং ঢাকার শাহ আলী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, গত ১৮ আগস্ট ২০২৫ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী ও বন্দর থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান-১
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে,
রাউজান
থানার
গণধর্ষণ মামলার
এজাহারভুক্ত পলাতক
আসামি
মোঃ
সোহেল
কর্ণফুলী থানার
চরলক্ষ্য খুইজ্জারটেক এলাকায়
অবস্থান করছে।
অভিযানে র্যাব সদস্যরা মোঃ
সোহেল
(৩২),
পিতা-আব্বাস আলী, সাং-দলইনগর, রাউজান, চট্টগ্রামকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার
দেওয়া
তথ্যে
একই
মামলার
আরেক
আসামি
মোঃ
লিটন
(৪৭),
পিতা-মৃত মুছা, সাং-চিকদাইর, রাউজানকে কর্ণফুলী থানার নতুন ব্রীজ
এলাকা
থেকে
গ্রেফতার করা
হয়।
অভিযান-২
এছাড়া ঢাকার
শাহ
আলী
থানার
ধর্ষণ
মামলার
এজাহারভুক্ত প্রধান
আসামি
জামাল
হাওলাদারের অবস্থানের খবর
পেয়ে
র্যাব-৭ বন্দর
থানার
মুন্সীপাড়া এলাকায়
অভিযান
চালায়।
অভিযানে জামাল
হাওলাদার (৩০),
পিতা-মিলন হাওলাদার, সাং-পাতাভেদুরিয়া, ভোলা সদর, ভোলা
জেলা’কে গ্রেফতার করা
হয়।
পরবর্তী ব্যবস্থা
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।
No comments:
Post a Comment