বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 6 August 2025

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ছবি- প্রতীকী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল রুদ্রপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে নিহত হয়েছেন এক বাবা। মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার ( আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে।

স্থানীয় সূত্র পুলিশ জানায়, নিহত দুলাল রুদ্র (৫০) পূর্ব চাম্বল গ্রামের বাসিন্দা। তার ছেলে তপন রুদ্র (২০) একজন মাদকাসক্ত পূর্বে স্থানীয় মিয়ার দোকান এলাকায় একটি সেলুনে চাকরি করতেন। মাদকের প্রতি আসক্তি বাড়ায় তিনি চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে পড়েন।

মঙ্গলবার সন্ধ্যায় তপন মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা দাবি করেন। কিন্তু টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুলালকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক তপন রুদ্রকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages