মুহাম্মদ দিদার হোসাইন:
ছাত্র-জনতার ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে জলদী মিয়া বাজার থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানুবী, পৌর জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ নূরী, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, বাঁশখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবায়ের আহমদ, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, এনামুল হক জিহাদি, জিএম সাইফুল ইসলাম, জেলা শিবির সভাপতি আব্দুর রহিম, কালীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলী হোসেন আশরাফ, উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা আলী, গণ্ডামারা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান গণিসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অতীতেও জামায়াত যেমন বলিষ্ঠ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনস্রোতে রূপ নেয়।
No comments:
Post a Comment