রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলমকে প্রকাশ্যে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহনেওয়াজ লাভলুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। পরে মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে ফার্নিচার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা এনসিপির আহ্বায়ক জহির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ, অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালিদ জামিল, অধ্যাপক হামিদুর রহমান, নুরুল আলম, ছাত্র প্রতিনিধি তামিম মির্জা ও নিহতের মেয়ে নাজিফা প্রমুখ।
বক্তারা বলেন, দিনের আলোয় এ ধরনের হত্যাকাণ্ড সমাজকে আতঙ্কিত করেছে। দ্রুত ঘাতক লাভলুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
গত ১২ সেপ্টেম্বর সকালে আধুনগর ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় বালির বস্তা দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই শাহনেওয়াজ লাভলুর কোদালের আঘাতে ব্যবসায়ী শাহ আলম নিহত হন।
১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে লাভলু, তার দুই ছেলে মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলকে আসামি করে লোহাগাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহ আলম খানহাট বাজারের লেপ-তোশক ব্যবসায়ী এবং মৃত আশরাফ আলীর ছেলে।




No comments:
Post a Comment