মোল্লাহাটে নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 17 September 2025

মোল্লাহাটে নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

শিশু যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যতপ্রতিপাদ্যকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (EU) সমর্থিত স্পিক আপ প্রকল্পেরঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের আয়োজনে উপজেলা মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু তিনি বলেন,

প্রতিটি বিষয়ের ভালো মন্দ দিক থাকে। আমাদের ভালো দিকগুলো গ্রহণ করতে হবে, খারাপ দিকগুলো বর্জন করতে হবে। মোবাইল ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে তা জাতির জন্য ক্ষতিকর হবে।

তরুণ প্রতিনিধি সমাপ্তি বিশ্বাস তানভির জেদ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে। ইন্টারনেটের বিধি-বিধান জেনে এবং বুঝে ব্যবহার করতে হবে। সচেতনতার মাধ্যমেই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অন্যান্য বক্তারা বলেন, মোবাইল আসক্তি সন্তানদের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। শিশুদের সুরক্ষায় শুধু সচেতনতা নয়, প্রাতিষ্ঠানিক সহায়তা, কার্যকর নীতিমালা প্রণয়ন বাস্তবায়নও জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন- মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, বাগেরহাট জেলা সমাজসেবার উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম, জেলা যুব ক্রীড়া কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মোল্লাহাট কেআর কলেজের অধ্যক্ষ এল. জাকির হোসেন, এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, তরুণ নেতৃত্ব, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages