তানোরে থানা, ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 11 November 2025

তানোরে থানা, ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার

সাইদ সাজু, তানোর (রাজশাহী):

রাজশাহী জেলার তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তানোর থানা, উপজেলা ভূমি অফিস, তানোর বালিকা উচ্চ বিদ্যালয় তানোর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষকদের উদ্দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ দেন।

সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মণ্ডল, তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি . লতিফ সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি গণমাধ্যমকর্মীরা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages