মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশের বরমা ইউনিয়নের উত্তর মাইগাতা এলাকায় প্রতিবন্ধীর বসতভিটায় হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন। — ছবি: একুশে মিডিয়া
চট্টগ্রামের চন্দনাইশে এক প্রতিবন্ধী ব্যক্তির বসতঘরে ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযোগ উঠেছে, মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশের ছেলে কৃষ্ণ দাশ (৪৫), বাবু দাশ (৪৫), কৃষ্ণ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশের ছেলে সাগর দাশ (৩০) এবং বাবু দাশের ছেলে অনিক দাশ (১৮) মিলে প্রতিবন্ধী রতন দাশের (৪৫) বসতভিটায় হামলা চালান ও ঘরবাড়ি ভাঙচুর করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাশ, সংকর দাশ, রুপনা দাশ, মধু দাশ, উর্মি দে, পূর্ণিমা দাশ, দুলাল দে, দিপ্তি দাশ, কৃষ্ণা দাশ, জর্ণা দাশ প্রমুখ।
বক্তারা জানান, বাপ্পি দাশ তার শাশুড়ির খরিদকৃত বসতভিটায় প্রতিবন্ধী স্বামী রতন দাশকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। পুরনো মাটির ঘরটি জরাজীর্ণ হয়ে পড়লে তারা টিনশেড ঘর নির্মাণ করেন। সম্প্রতি ঘরটির টিন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের উদ্যোগ নিলে বিবাদীপক্ষ তাদের বসতভিটা দখলের পাঁয়তারা শুরু করে।
বক্তারা আরও বলেন, কয়েকদিন আগে গভীর রাতে কৃষ্ণ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতঘরে হামলা চালায় ও ভাঙচুর করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পরিবারটির সদস্যদেরও মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাপ্পি দাশ বাদী হয়ে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ভুক্তভোগী পরিবারকে মামলা, হামলা ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
অসহায় পরিবারটি নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও প্রতিবন্ধী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।



No comments:
Post a Comment