আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট):
বাগেরহাটের মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত এমপি প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমকে নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভায় মোল্লা মজিবর রহমান শামীম দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, তাঁর রাজনৈতিক আদর্শ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করে রাজনীতি পরিচালনাই আমার মূল লক্ষ্য। দেশের উন্নয়ন, জনগণের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্যই জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দলীয় কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।
স্থানীয় সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তারা বলেন, গণমাধ্যমের কাজ হলো জনগণের সমস্যাকে তুলে ধরা এবং সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সামনে এগিয়ে নিতে সহায়তা করা।
মতবিনিময় শেষে মোল্লা মজিবর রহমান শামীম সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজামুদ্দিন। যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহমেদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মুফতি জাকির আশরাফি, হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম বাদলসহ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকরা।




No comments:
Post a Comment