এইচ. এম. শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত জসিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি, তার স্ত্রী সেলিনা আক্তার (৪২)-কে পেকুয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় গত বছরের ১০ আগস্ট গভীর রাতে নিজ ঘরে জসিম উদ্দিন খুন হন। তদন্তে উঠে আসে, সেলিনা আক্তারের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুর রাজ্জাকের পরকীয়ার সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের রাতে স্বামী জসিম উদ্দিন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই সেলিনা আক্তার নিজেই পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং প্রতিবেশী চারজনের নাম উল্লেখ করেন। ওই মামলায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মনছুর আলম ও জহির আলমকে আটকও করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই সুনয়ন বড়ুয়া দীর্ঘ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চালান। তদন্তে দেখা যায়, জসিম উদ্দিন হত্যায় সরাসরি জড়িত ছিলেন সেলিনা আক্তার ও তার পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক।
ঘটনার এক মাস সাত দিন পর, নিহতের বাবা মো. নুর আহমদ নতুন করে মামলা দায়ের করেন। এতে সেলিনা আক্তারকে প্রধান আসামি এবং আব্দুর রাজ্জাকসহ আরও দুইজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই সেলিনা পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, শিলখালী এলাকার স্বামী হত্যা মামলার প্রধান অভিযুক্ত সেলিনা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




No comments:
Post a Comment