একুশে মিডিয়া:
রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ ইং, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের পিতা, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কর্মী ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইঞ্জিনিয়ার এস. এম. এ. বারীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
মরহুম ইঞ্জিনিয়ার এস. এম. এ. বারী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের সফিনগর গ্রামের মরহুম সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ সারেং-এর জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকাকালীন আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাটিরহাট এলাকায় রেললাইন উপড়ে ফেলার আন্দোলনে অংশ নেন। এ সময় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিন দিন কারাবন্দি থাকেন। পরবর্তীতে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে উদালিয়া চা-বাগানস্থ ক্যাম্পে আটক করে। প্রায় এক সপ্তাহ আটক থাকার পর তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
কর্মজীবনে মরহুম ইঞ্জিনিয়ার এস. এম. এ. বারী একজন দক্ষ প্রকৌশলী হিসেবে দেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজে যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য স্থাপনাসমূহের মধ্যে রয়েছে- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, জিইএম প্ল্যান্ট, চট্টগ্রাম স্টিল মিল, জিয়া সার কারখানা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পতেঙ্গাস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। এছাড়াও পতেঙ্গা কাঠগড় এলাকার কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও খতমে কোরআন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম ইঞ্জিনিয়ার এস. এম. এ. বারী ২০০২ সালের ২৫ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।




No comments:
Post a Comment