বাঁশখালীতে চাঁদা দিতে না পারায় মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 25 July 2018

বাঁশখালীতে চাঁদা দিতে না পারায় মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা দিতে না পারায় মাদ্রাসা এক শিক্ষার্থীকে সন্ত্রাসী বেলাল পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 জানা যায়, বুধবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে বাঁশখালী উপজেলা সদরস্থ আল্ জামেয়া আল্ ইসলামিয়া মাখজানুল উলুম (জলদী বড় মাদ্রাসা) দাওরায়ে হাদিস শরীফ (মাস্টার্স) এর ছাত্র বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল গ্রামের ডেপুটিঘোনার মনির আহমদের ছেলে মোঃ আজগর হোছাইন ফাহিম(২০) এর কাছ থেকে স্থানীয় সন্ত্রাসী বেলাল চাঁদা দাবি করেন, ছাত্র চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৪ ঘণ্টার মধ্যে মাদ্রাসা ত্যাগ করার আল্টিমেটাম দেয় সন্ত্রাসী বেলাল।

মাদ্রাসা ছাত্র মোঃ আজগর হোছাইন ফাহিমকে মাদ্রাসা গেইটের সামনে চাঁদার দাবীতে পেটাতে শুরু করলে এসময় ছাত্র চিৎকার করতে থাকে। পরে তার স্বর চিৎকার শুনে অন্যান্য মাদ্রাসা ছাত্ররা এগিয়ে আসলে, সন্ত্রাসী বেলাল সবার সামনে চাঁদা না দিলে গুলি করে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।
সন্ত্রাসী চলে যাওয়ার পর ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁশখালী হাসপাতালে নিয়ে যায়।


সূত্রে জানা যায়, জলদী বড় মাদ্রাসার প্রায় ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছে। অনেক সময় শিক্ষক ও অনেক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে আসছে।
সন্ত্রাসী বেলালের নির্যাতনে অনেক শিক্ষার্থী এই মাদ্রাসা ছেড়ে ছলে গেলে বলেও জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসী বেলাল শুধু মাদ্রসা শিক্ষার্থী নয়, স্থানীয় সাধারণ লোক জনের সাথেও চাঁদা সহ বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে আসছে।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছাত্র চিকিৎসার পর তার অভিভাবক বাঁশখালী থানায় সাধারণ ডায়েরী করেন সন্ত্রাসী বেললের বিরুদ্ধে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) সালাউদ্দীন আহমদ হীরা বলেন, তদন্ত করে দেখার পর আইনগতভারে ব্যাবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages