সৌদি আরব প্রবাসী জয়পুহাট এর আ: আজিজ এর সাফল্য কথা।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 25 November 2018

সৌদি আরব প্রবাসী জয়পুহাট এর আ: আজিজ এর সাফল্য কথা।একুশে মিডিয়া


গোলাম রাব্বী:

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের ছেলে আব্দুল আজিজ,পিতা মৃত সাবেক ইউ,পি সদস্য আয়বর আলী,পরিবার এর দুই ভাই এক বোন এর মধ্যে আব্দুল আজিজ ছিলেন মেজ সন্তান,পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে ভিষন অর্থ নৈতিক সঙ্কট,এর পর পিতার রেখে যাওয়া সামান্ন কিছু জমি ছাড়া তার কাছে আর কিছু ছিল না। সিদ্ধান্ত নিলেন রুজির সন্ধানে সৌদি আরব পাড়ি জমাবেন,আজ থেকে ১৮ বছর আগে (২০০০ সালে)৭০ শতাংশ জমি বিক্রয় করে ও আত্মীয় স্বজন এর কাছ থেকে সামান্ন কিছু টাকা ধার নিয়ে ১লাখ ৩০,০০০ হাজার টাকার বিনিময়ে ৬০০ রিয়াল বেতনে ক্লিনার ভিসায় সৌদি আরব এর ছোট শহর আল গাছিম আসেন আব্দুল আজিজ। কিন্তুু ৬০০ রিয়াল মাসিক বেতনে তার খাওয়া খরচ বাদ দিয়ে বাড়িতে মাএ ৬/৭ হাজার টাকার বেশি পাঠাতে পারতেন না।এর পর তিনি সিদ্ধান্ত নিলেন কোম্পানীর কাজ বাদ দিয়ে বাহিরে ফ্রী ভিসায় কাজ করবেন। এর পর নিজ গ্রামের হান্নান নামের এক বাক্তির মাধ্যমে আলু প্যাকেট করার চাকরী নেন,দু:খের বিষয় ২ দিন পর আলু প্যাকেট করার কাজটি চলে যায়,কাজ হারিয়ে মহা বিপদে পরেন আব্দুল আজিজ,কিন্তুু জীবন যুদ্ধে হারতে রাজী ছিলেন না আব্দুল আজিজ,সৌদি আরব এর ভীষন গরম এর মাঝে মরুভুমি তে আলু র মাজরা(জমি)তে কাজ শুরু করেন,আস্তে আস্তে সাফল্যের উচ্চ শিখরে উঠতে শুরু করেন,প্রতি মাসে বাংলাদেশী টাকায় ৭০/৮০ হাজার টাকা বাড়িতে পাঠাতে শুরু করেন,১ বছর এর মধ্যে হয়ে যান মুদির,(বস বা সুপার ভাইজার)। এর পর সৌদি নাগরিক মোহাম্মদ এর সঙ্গে পরিচয় এর মাধ্যমে খেজুর বাগান কন্টাক নিয়ে ৭০/৮০ জন শ্রমিক খাটিয়ে শুরু করেন ঠিকাদারী ব্যাবসা, আব্দুল আজিজ জানিয়েছেন ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সৌদি আরবে কাজ ও ঠিকাদারী ব্যাবসা করে আয় করেছেন প্রায় ২ কোটি টাকা,নিজ গ্রামে করেছে ডুপ্লেক্স বাড়ি,জমি কিনেছেন ২৫ বিঘা, আব্দুল আজিজ দুই সন্তানের বাবা,এক ছেলে,এক মেয়ে,এখন তার একটাই স্বপ্ন,ছেলেকে ডাক্তারী পড়ানো,তার স্বপ্ন পূরনের জন্য  দেশ বাসীর কাছে দোয়া ছেয়েছেন,ছেলে কে ডাক্তারী পড়ানোর টাকার ব্যবস্তা করেই ১৮ বছর এর প্রবাসী জীবন এর ইতি টানতে চান এই বাংলাদেশী রেমিটেন্স টাইগার।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages