মেকআপ বিহীন বলিউডের নায়িকারা দেখতে কেমন?-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 August 2018

মেকআপ বিহীন বলিউডের নায়িকারা দেখতে কেমন?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
রূপালি পর্দায় নায়িকাদের যেমন দেখতে পান, আসলেই কি তারা দেখতে সেই রকম? না, তারা দেখতে পর্দায় চেয়ে অনেক বেশি অলাদা। পর্দায় তাদের উপস্থিতি পাগল করে দর্শকদের। অভিনয়ের সঙ্গেও মোহময়ী চেহারা, টানা টানা চোখ, নিখুঁত নাক ও ঠোঁটের গড়ন মুগ্ধ করে অনুরাগীদের।
কিন্তু পর্দায় দেখতে যতই সুন্দরী মনে হোক না কেন, নায়িকারা আসলে পর্দার বাইরে একটু অন্য সাধারণ ধরণের। প্লাস্টিক সার্জারি, চড়া মেকআপ আর ক্যামেরার কারসাজি বাদ দিলে বাস্তব জীবনে তারাও দেখতে আসলে ঠিক আমাদেরই মত।
চলুন কয়েকজন অভিনেত্রীর পর্দার বাইরের চেহারা দেখে নেই:
ঐশ্বরিয়া রাই

ঐশ্বরিয়া রাই মেকাপ ছাড়াও দেখতে সুন্দরী। তবে ততোটা না যতোটা তাকে মনে হয়।
কারিনা কাপুর

তাকে মেকআপ ছাড়া দেখতে অনেক বয়স্কা মনে হচ্ছে।
দিপিকা পাড়ুকোন

দিপিকা মেকআপ ছাড়া কখনও বাইরে বের হন না।
প্রীতি জিনতা

সিনেমার পর্দায় প্রীতি জিনতাকে যতটা উজ্জ্বল ও প্রানবন্ত দেখায়, মেকআপ ছাড়া ঠিক যেন তার বিপরীত! বেশ ম্লান ও বয়স্ক দেখাচ্ছে তাকে মেকআপ ছাড়া।
ক্যাটরিনা কাইফ

মেকআপ ছাড়া যেন তাকে চেনাই যায় না!
রানি মুখার্জি

চেনা চেনা লাগছে? মেকআপ ছাড়া দেখুন রানী মুখার্জিকে। মেকআপ ছাড়া বয়সের ছাপটা একটু বেশিই বোঝা যায় রানী মুখার্জির।
কাজল

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মেকআপ ছাড়া কাজলকে দেখে অনেকেই চিনতে পারেননি। কেউ বলেন, তিনি কাজল হতেই পারেন না!
প্রিয়াংকা চোপড়া

তাকে মেকআপ ছাড়া দেখলে ভক্তরা হয়তো চিনতে পারবেন না।
সোনাক্ষি সিনহা


সোনাক্ষি সিনহা বলিউডে পা দেয়ার আগে অতিরিক্ত স্থুলকায় ছিলেন। নিজের ওজন অনেকখানি ঝরিয়েছেন তিনি। তবে এখনো নিজের অতিরিক্ত ওজনের জন্য সমালোচিত হচ্ছেন তিনি বলিউডের অন্য নায়িকাদের কাছে। দেখুন তার মেকআপ ছাড়া আগের একটি ছবি। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages