শাররিক সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্বহত্যার চেষ্টা দুই সন্তানের জননী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 11 August 2018

শাররিক সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্বহত্যার চেষ্টা দুই সন্তানের জননী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:

ভোলায় চুরির অপবাদ ও স্বামী কতৃক নিয়মিত শাররিক নির্যাতন সহ্য  করতে না পেরে ঘরের  ভিতরে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে আত্বহত্যার চেষ্টা চালায়  দুই সন্তানের জননী  নাজমা।”
স্বামি মো: জসিমের  নিয়মিত শাররিক নির্যাতন  ও টাকা চুরির অপবাদ সহ্য করতে না পেরে শুক্রবার রাত ১০ টার সময়  ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে গুপ্ত মুন্সী ৯ নং ওয়াডে মজিদ সিকদার বাড়িতে এই ঘটনা ঘটায় গৃহবধূ নাজমা । ঘটনায় স্বামী জসিম পলাতক রয়েছে ।”
গৃহবধূ নাজমা  পশ্চিম ইলিশা সদুর চর ৯ নং ওয়াডের বাসিন্দা রশিদ মোস্তারি ওসমানের মেয়ে। পরে  তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে নাজমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আগুনে দগ্ন নাজমা  সার্জারি ওয়াডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages