চট্টগ্রাম নগরী থেকে অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 September 2018

চট্টগ্রাম নগরী থেকে অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীধীন বায়োজিদ বোস্তামী থানা’র টেক্সটাইল গেট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ দুই যুবলীগ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত দুজন হলেন-মো. সাইফুল ইসলাম ও রহিম মিয়া। দুই সন্ত্রাসী গ্রেফতারের বিষয়টি জানিয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার পাঠক ডট নিউজকে জানান, সম্প্রতি বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার ঝুট ব্যবসায়ী রহমানের কাছে চাঁদা দাবি করে তারা।
এ বিষয়ে রহমান থানায় অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে। গ্রেফতাররা এলাকায় যুবলীগ নেতা পরিচয় দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল বলে ওসি জানায়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages