একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
ফুলছড়ির চরাঞ্চলে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংড়াকান্দি এম.এ. সবুর দাখিল মাদরাসার ৪ তলা ভিত বিশিষ্ট আধুনিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি।
টেংড়াকান্দি এম.এ. সবুর দাখিল মাদরাসার সভাপতি শুক্কুর আলী ফিরোজের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান সরকার, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, টেংড়াকান্দি এম.এ. সবুর দাখিল মাদরাসার সুপার আব্দুস ছালাম, ছাত্রলীগ নেতা রাকিবউদ্দৌলা রাজু প্রমুখ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment