প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না : ইসি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 21 October 2018

প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না : ইসি-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। এ  ‍সুপারিশ রেখে আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আজ (রোববার)নির্বাচন কমিশনের ৩৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানালেন নির্বাচন কমিশনের সচিব (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
হেলালুদ্দিন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও পরিবেশবাদী সংগঠনের আবেদনের পরিপ্রক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি কোনেও ধরনের জীবিত প্রাণী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।
কাপড়ের কোনও ব্যানার ব্যবহার করা যাবে না। এই দুটি ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা আগের মতই থাকবে বলে জানান ইসি সচিব। তবে প্রচারকাজে ডিজিটাল ব্যানার ব্যবহার করা যাবে।
তফসিল ঘোষণা কবে নাগাদ হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিলের বিষয়টি চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে তফসিল ঘোষণা করব। রাষ্ট্রপ্রতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি। কিন্তু এখনও বঙ্গভবন থেকে সময় দেয়া হয়নি।
পর্যবেক্ষক নীতিমালা প্রণয়নের বিষয়ে ইসি সচিব বলেন, এ নিয়ে আরেকটি সভা করা হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের প্রচারণার বিষয়ে কোনেও পরিবর্তন আসছে না। আগের মতই থাকবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages