ময়মনসিংহে মোবাইলের আইএমই পরিবর্তনকারী ইঞ্জিনিয়ার ও জুয়াড়িসহ গ্রেফতার ৮-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 21 October 2018

ময়মনসিংহে মোবাইলের আইএমই পরিবর্তনকারী ইঞ্জিনিয়ার ও জুয়াড়িসহ গ্রেফতার ৮-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনকারী ইঞ্জনিয়ার, মোবাইল চোরচক্রের হোতা ও জুয়াড়িসহ ৮জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনকারী ইঞ্জিনিয়ার চরপাড়ার নাঈম মিয়া, মোঃ রফুল, ওমর ফারুক। এছাড়া জুয়াড়িরা হলো সিদ্দিক মিয়া, আরিফ মোল্লা, মালেক মিয়া, হোসেন আলী সরকার ও সাইফুল ইসলাম। এ সময় ৭টি পুরাতন মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার এ পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে বিভাগীয় শহর ও আশপাশ এলাকায় অসংখ্য মোবাইল চুরির ঘটনা ঘটলে তা উদ্ধার করা সম্ভব হচ্ছেনা। মোবাইল চোর চক্র মোবাইলের ইঞ্জিনিয়ারের মাধ্যমে আইএমই নম্বর পরিবর্তন করে তা আবারো বাজারে কমমুল্যে বিক্রি করে আসছে। শহরের চরপাড়ার আইএমই নম্বর পরিবর্তনকারী চক্রের অন্যতম ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিত নাঈম মিয়ার নেতৃত্বে আইএমই পরিবর্তন করা হচ্ছে। গোপন সংবাদ পেয়ে শনিবার শহরের সিকে ঘোষ রোড এলাকা থেকে ইঞ্জিনিয়ার পরিচয়ধারী নাঈম মিয়াকে তার দুই সহযোগী রফুল ও ওমর ফারুকসহ গ্রেফতার করা হয়।
এছাড়া ভালুকার মেহেরাবাড়ি থেকে ৫ জুয়াড়িকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সিদ্দিক মিয়া, আরিফ মোল্লা, মালেক মিয়া, হোসেন আলী সরকার ও সাইফুল ইসলাম। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত মোবাইলের আইএমই পরিবর্তনকারী ইঞ্জিনিয়ার পরিচয়ধারী ও মোবাইল চোর সিন্ডিকেটের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা মোবাইল চোর সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে জানিয়েছে। মোবাইল চোরদের গ্রেফতারে চেষ্ঠা চলছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages