নিরুত্তর ‘কবিতা’-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 21 October 2018

নিরুত্তর ‘কবিতা’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: রিনা রহমান:

নিরুত্তর হলেই কেউ

ভেবোনা তার
সব আগ্রহ ফুরিয়ে গেছে।
সব নিরুত্তরের একটি উত্তর আছে,
কারো নিরুত্তর হওয়া মানে
এই নয়তো ভুলে যাওয়া
সে সব কিছু ভুলে গেছে।
এক ফুয়ে উড়িয়ে দেওয়া
যে অসম্ভব সবকিছু
নিরুত্তর কারী তা জানে। 
জানে বলেই সে তার 
চাওয়া পাওয়া আবেগ ভালবাসা
মৌনতার আড়ালে লুকিয়ে রাখে।
সে ভালবাসার বহি:প্রকাশে 
তার প্রচন্ড ভয়।
তাই সে নিরুত্তর ভাষা হীন।।।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages