![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ সরগরম চারপাশ। শুক্রবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রয়।
দলীয় মনোনয়ন কিনছেন ক্রীড়াঙ্গন, সঙ্গীতাঙ্গন ও চলচ্চিত্র পাড়ার অনেকেই। আর এরমধ্যেই শোনা গেলো ১৬ নভেম্বর চিত্র নায়িকা মৌসুমী আসছেন নেত্রী হয়ে। তবে তা বাস্তবে নয়।
নির্মাতা দিলশাদুল হক শিমুলের পরিচালিত ‘লিডার’ ছবিটি ১৬ নভেম্বর দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে আসছে বলে জানা গেছে। নির্মাতা বলেন, আসছে ১৬ নভেম্বর ‘লিডার’ মুক্তি পাচ্ছে এটা ফাইনাল। আমরা সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহেই ছবিটি নিয়ে আসছি।
২০১৫ সালে প্রথম ‘লিডার’ ছবির পোস্টার প্রকাশ ও একটি গান ইউটিউবে দিয়ে হইচই ফেলে দেন শিমুল। তখনই সবাই আন্দাজ করেন, পুরোপুরি রাজনৈতিক একটি ছবি নিয়ে আসছে।
![]() |
২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে দর্শকের অপেক্ষার অবসান হচ্ছে এইবার।
একুশে মিডিয়া/একেএম





No comments:
Post a Comment