![]() |
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে হারিয়ে যাওয়া এন্ডুয়েড HUAWEI Y3 মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন পাঁচবিবি থানা পুলিশ।
জানা গেছে,উপজেলার রায়গ্রাম গ্রামের মোঃ আঃ মালেকের কন্যা রওনক জাহান বন্যার ব্যবহৃত এন্ডুয়েড HUAWEI Y3 মোবাইলটি হারিয়ে যাওয়ার পর তিনি পাঁচবিবি থানায় একটি জিডি করেন। সেই মতে আজ শনিবার এসআই মোঃ রেজাউল আকন্দ হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমানের উপস্থিতে রওনক জাহান বন্যার হাতে তার হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরিয়ে দেন।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment