অপরুপ সুন্দরি তুমি। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 19 December 2018

অপরুপ সুন্দরি তুমি। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-সাজেদুল ইসলাম টিটু:

অনেক রঙ্গে রঙ্গিন সাঁজে 
সেঁজেছ তুমি সুন্দরি,
দেখে তোমায় বারে বারে 
হচ্ছে আমার মনচুরি।

চোঁখ ধাধানো এমন রুপের
সেই গোপন রহস্য কি ?
শুনতে চাই বলে যাও আমরা 
সবাই জেনে রাখি।

কোথা থেকে পেলে এমন 
রং বেরংয়ের কালার,
প্রথম দেখাতেই ভরেছে 
মন আমি সহ সবার।

কে দিয়েছে তোমাকে
এমন মন কারা রুপ,
তোমায় দেখে খুশিতে 
মোর ভরে উঠলো বুক।

সাঁজিয়েছে যে তোমায় 
আমি প্রশংসা করি তার,
মনে আমার বড়ই ইচ্ছে
তাকে দেখতে পাওয়ার।

তুমি তো তোমার ইচ্ছায় 
সুন্দর সাঁজতে পারোনি,
কার ইচ্ছায় এমন সাঁজ 
নিজে বলতে পারবে কি ?

জানি আমি সেই কথা
এখানে বলব কি গো তা,
সে আর অন্য কেউ নয় 
আমার মহান প্রভু আল্লাহ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages