মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন প্রার্থী যুব মহিলা লীগ নেত্রী-রহিমা আক্তার শিল্পী। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 5 February 2019

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন প্রার্থী যুব মহিলা লীগ নেত্রী-রহিমা আক্তার শিল্পী। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
একাদশ জাতীয় নির্বাচনের আমেজের রেশ কাটতে না কাটতেই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মাঠে নামছে একাধিক নতুন ও পুরাতন মুখ।কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পিছিয়ে নেই নির্বাচনের আমেজ এখানে ও লক্ষনীয় পুরোদমে মাঠ গোছানোর প্রস্তুতি নিচ্ছে নতুন সম্ভাব্য প্রার্থীরা।
অন্যদিকে আগের ইমেজের ওপর ভরসা করছে পুরাতন প্রার্থীরা।নতুন প্রার্থী হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী ও এলাকায় সংযোগ চালাচ্ছে রহিমা আক্তার শিল্পী নামের আওয়ামীলীগ সমর্থিত এক নারী নেত্রী। তিনি বাংলাদেশ যুব মহিলা লীগ চৌদ্দগ্রাম পৌর শাখার সভাপতি। জানা গেল স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত  ইউনিয়নের তারাশাইল মজুমদার বাড়ীর মোস্তফা কামাল মজুমদারের 
মেয়ে তিনি। তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি শুরুটা মূলত পারিবারিক সূত্রে।জানা যায় এই যুব মহিলা লীগের নেত্রী রহিমা আক্তার শিল্পীর মামা শফিউল আলম শফি একসময়ের চৌদ্দগ্রাম চিওড়া কলেজ ছাত্রলীগের এজিএস ছিলেন।
উনার ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।খাটি আওয়ামিলীগ পরিবারের সন্তান হিসেবে ছাত্রিজীবনে বিভিন্ন মিটিং মিছিল ও আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন।
রাজনৈতিক চেতনা বুকে নিয়ে বর্তমানে তিনি স্বামীর সংসার উপজেলার পৌর এলাকার লক্ষিপুর গ্রামে বসবাস করছেন।স্বামী আবুল বাহার বাবুল একজন প্রবাসী।
৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী এই নারী নেত্রী রহিমা আক্তার শিল্পী বর্তমানে বাংলাদেশ যুব মহিলা লীগের চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।অত্যান্ত পরিশ্রমী একজন নিবেদিত নারী সৈনিক হিসেবে ইতিমধ্যে সারা উপজেলায় তিনি আলোচিত।
স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী সহযোগী সংগঠন এর সকল সভায় শতভাগ উপস্থিত থাকা এই নারী নেত্রী উপজেলা নির্বাচন প্রার্থী প্রসঙ্গে ৫ই জানুয়ারী মঙ্গলবার স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মিলনায়তনে আমাদের প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে বলেন, দেখুন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমি ও একজন প্রার্থী। 
তবে এটার সকল কিছু নীতিনির্ধারক হলেন আমার রাজনৈতিক আদর্শের মহান মানুষ মুজিবুল হক মুজিব ভাই, আমি কেমন, কি আছে যোগ্যতা সর্বোপরি সকল কিছু মুজিবুল হক মুজিব ভাই অবগত আছেন।
নিজের বিষয়ে হাইলাইটস করতে আমি পছন্দ করিনা।স্বামীর অনুপেরণা নিজের পারিবারিক পূর্ব পুরুষদের করা রাজনৈতিক সূত্রে আমি একজন আওয়ামী পরিবারের সন্তান এটাই আমার বড় পরিচয়।
শুধু আল্লাহর নিকট প্রার্থনা করি মহান নেতা মুজিবুল হক মুজিব ভাইয়ের একজন নিবেদিত সামান্য কর্মী হয়ে উনার দেখানো রাজনৈতিক পথে নারী সমাজের পাশে যেন থাকতে পারি।নির্বাচনের সকল সিদ্ধান্ত উনার হাতে। আমাকে মূল্যায়ন করলে আমি অবশ্যই নির্বাচিত হওয়ার সর্বোপরি অবস্থান রয়েছে।সকল ইউনিয়নে আমার মহিলা কর্মীদের সাথে রয়েছে ধারাবাহিক বন্ধন।আর মুজিবুল হক মুজিব ভাই আমাকে না দিয়ে অন্য কাউকে প্রার্থী হিসেবে মূল্যায়ন করলে এতে আমার বিন্দুমাত্র আপত্তি থাকবেনা।মুজিব ভাইয়ের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত।
উল্লেখ্য চৌদ্দগ্রাম উপজেলায় স্থানীয় হোটেলে  আওয়ামীলীগের বর্ধিত সভায় গত ২৮ই জানুয়ারি  চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে সর্বমোট ৫ জন নারী মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দলিয় মনোনয়ন পত্র লিখিতভাবে জমা করেন সাবেক রেলপথ মন্ত্রী বর্তমান সংসদ সদস্য মোঃমুজিবুল হক মুজিব এমপির নিকট।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মুজিবুল হক মুজিব এমপি, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলা কোন প্রার্থীর নাম ঘোষণা করেন নি।তবে কি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন উম্মুক্ত থাকবে? এমন আলোচনাই এখন উপজেলায় বিভিন্ন চা দোকান ও বাজার ঘাটে।
কিন্তু সকলের ই কামনা একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধিনে উপজেলা পরিষদের নির্বাচনে আসুক ভোটের মাধ্যমে প্রার্থী এমনটাই আশা করেন উপজেলার সুশীল সমাজের জনগন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages